ময়লা-আবর্জনার স্তুপ গোবিন্দগঞ্জ রেললাইন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন রেল ক্রসিংটি ও এর সাথেই বাজারটি গুরুত্বপূর্ন বিধায় মানুষের কাছে বেশ পরিচিত। এ স্থানটি দিয়ে ছাতক ছাড়াও বিশ্বনাথ, সিলেট সদর, কোম্পানীগঞ্জ, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ ও সুনামগঞ্জের ৭টি উপজেলার মানুষ বিভাগীয় শহর সিলেটে যাতায়াত করে থাকে। কিন্তু এখানে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরদারী না থাকায় রেল ক্রসিংটির উত্তর পাশে ময়লার স্তুপে পরিনত হয়েছে।

জানা যায়, গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন রয়েছে গোবিন্দগঞ্জ ডিগ্রি অনার্স কলেজ, গোবিন্দনগর ফাজিল মাদরাসা, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, দিঘলী রাহমানিয়া মহিলা দাখিল মাদরাসা, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও প্রতিদিন লক্ষাধিক মানুষ সিলেট-সুনামগঞ্জ, দিরাই ও ছাতক যাতায়াত করছে।

ট্রাফিক পয়েন্ট বুক দিয়ে চলে গেছে ছাতক-সিলেট রেললাইন। দিনে ৪বার যাত্রী নিয়ে ট্রেনটি ছাতক-সিলেট যাতায়াত করছে। এ গুরুত্বপূর্ন স্থানটিতে নেই কোন পুলিশ ফাঁড়ি, পাবলিক টয়লেট বা সেবামূলক অন্যান্য স্থাপনা। অথচ পয়েন্টের ১০গজ দূরে রেলওয়ের ২৯নং ব্রিজ অবস্থিত। এ ব্রিজ সংলগ্ন এলাকায় হোটেল রেস্তুরার ও স্থানীয় ব্যবসায়ীদের ফেলে দেয়া ময়লা আবর্জনায় বিশাল স্তুপে পরিনত হয়েছে। যার দূর্গন্ধে পয়েন্টসহ আশপাশ এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। বাতাসের সাথে এখানের দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। এসব সহ্য করে সাধারণ মানুষসহ প্রতিদিন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, গোবিন্দনগর ফাজিল মাদরাসার কয়েকশ শিক্ষার্থী যাতায়াত করছে নাক-মুখ বন্ধ করে। যে কারণে সামন্য বৃষ্টি হলেও আকস্মিক বন্যায় পরিনত হয় গোবিন্দগঞ্জ নতূনবাজার, মসজিদ, হাইস্কুলসহ শতাধিক বাসা-বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান।

গোবিন্দগঞ্জ নতুন বাজারের ব্যবসায়ীরা জানান, পয়েন্টের রেলের ব্রিজের খালটি ভরাটের কারণে এবং বাজারে ড্রেনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই বন্যায় পরিণত হয়। ফলে রাস্তায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বাসা-বাড়ি ও হোটেল রেস্তুরার জমে থাকা ময়লা পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে মানুষ চলাচলে মারাত্মক ব্যঘাতের সৃষ্টি হচ্ছে। এর থেকে রেহায় পাচ্ছে না এখানে বসবাসকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় পড়য়া শিক্ষার্থীরাও।

বিভিন্ন স্কুল শিক্ষকগন বলেন,এখানে ময়লা-আবর্জনা স্তুপ করে রাখার কারণে দিন দিন পরিবেশ দূষিত হচ্ছে। রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে সোনার বাংলা রেস্টুরেন্ট ও লন্ডন রেস্টুরেন্টের লোকজনরা এখানে ময়লা আবর্জনা ফেলে দূর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি পয়েন্টের অন্যান্য কিছু ব্যবসায়িরাও এখানে ময়লা আবর্জনা ফেলে বিশাল স্তুপের সৃষ্টি করেছে। সমাধানের জন্য জনপ্রতিনিধির সুদৃষ্টি কামনা করেন।

রেলের গেইটম্যান সইদ আলী বলেন, অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি জিআরপি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এখানে ময়লা আবর্জনা না ফেলার জন্য স্থানীয় হোটেল ও অন্যান্য ব্যবসায়িদের নিষেধ করার পরও ময়লা-আবর্জনা ফেলা তাদের অব্যাহত আছে। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।

শেয়ার করুন