শিক্ষার্থীদের উপর হামলা এবং শিক্ষক লাঞ্ছনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘ব্যর্থ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী‘রা।
সোমবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই দাবি তোলার পাশাপাশি ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলা প্রতিহত করার আহ্বানও জানানো হয়। এসব দাবি আদায়ে ৭২ ঘণ্টা ক্লাস বর্জনের ঘোষণা দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।
‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’দের সমাবেশ থেকে বলা হয়, ছাত্রলীগের ‘অনলাইন ও অফলাইন হামলার’ বিচার দাবিতে তারা মঙ্গলবার উপাচার্যের কাছে স্মারকলিপি দেবেন।
কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মীম আরাফাত মানব বলেন, “ছাত্রলীগ কি পুলিশ? ছাত্রলীগ কি র্যাব?”
ইতি নামে এক শিক্ষার্থী বলেন, “আমরা আসলে কত দিন মার খাব? আমরা সংখ্যায় কমে হলেও আমদের সময় এখন মার দেবার। এর মাধ্যমে ভিসি প্রক্টরকে এটাই বোঝাবো, হয় ছাত্রলীগকে কন্ট্রোল করেন, নইলে নিজেদের দায়িত্ব ছেড়ে দেন।”
শহীদ মিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম উদ্দিন খানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে তার বিভাগের শিক্ষার্থীরা।
সামাজিক বিজ্ঞান ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভাগের কয়েকজন শিক্ষকও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।
সহকারী অধ্যাপক শেখ শামস মোরসালিন বলেন, “আমি লজ্জিত আমার পরিচয় দেওয়ার ক্ষেত্রে। আমি তানজীম স্যারের সরাসরি ছাত্র ছিলাম। সেই ছাত্র হিসেবেও আমি লজ্জিত, শিক্ষক হিসেবেও লজ্জিত।
“আমার শিক্ষককে এভাবে লাঞ্ছিত করা হয়েছে। তবে আশার কথা, এত ভয়ের পরেও আমরা এক হয়েছি, আমাদের বিবেক পড়ে যায়নি।”
অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, “আমরা ভিসি স্যারের কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন, এ বিষয়ে তিনি জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। আমরা তার প্রমাণ দেখতে চাই।”
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শফিকুজ্জামান, অধ্যাপক ড. সেলিম রায়হানসহ বিভাগের অন্তত তিন শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
হামলার শিকার দুই শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ ও রোকেয়া গাজী লিনাও উপস্থিত ছিলেন। তারা বলেন, অন্যায়ভাবে তাদের ওপর হামলা করা হয়েছে। তারা এখন ‘ট্রমায় ভুগছেন’।
লিনা বলেন, “আমাদের ক্যাম্পাসে আমাদের উপর কেন হামলা করা হল, শুধু এটুকুর জবাব চাই।”
মানববন্ধন থেকে অবিলম্বে নির্যাতনকারীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার ও ছাত্রত্ব বাতিল, জড়িত অন্যদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া, সব শিক্ষার্থীর ক্যাম্পাসে নিরাপদ অবস্থান নিশ্চিতের দাবি জানানো হয়।