চট্টগ্রাম : নগরীর কোতোয়ালী থানার বানিয়াটিলা এলাকা থেকে ১৬টি চোরাই মোবাইলসহ মো. সুমন (৩১) নামে এক জুতার দোকানের মালিককে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার (১৬ জুলাই) সকালে বানিয়াটিলা এলাকার নুর হোসেনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মো. সুমন কুমিল্লা জেলার চান্দিনা মোল্লাবাড়ি এলাকার হাফিজ উল্লাহর ছেলে। তিনি রেয়াজউদ্দিনবাজার এলাকায় একটি জুতার দোকানের মালিক। রেয়াজউদ্দিন বাজার এলাকায় একটি জুতার দোকানের মালিক হলেও চোরাই মোবাইল কিনে ব্যবসা করেন সুমন।
একটি হারানো মোবাইলের জন্য করা সাধারণ ডায়েরির সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে। সুমনের কাছ থেকে ১৬টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।