বলিউডের এসময়ের আলোচিত অভিনেত্রী সানি লিওন নিজের নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছেন। সব সময় ভক্তদের সান্নিধ্যে থাকতেই নাকি সানি লিওনের এ প্রচেষ্টা।
এই অ্যাপের মাধ্যমের সানি লিওনের প্রতিমূর্হূতে হালনাগাদ তথ্য পাওয়া যাবে এবং নায়িকার যোগাযোগের সামাজিক মাধ্যম ফেসবুক, টুইটারের অনুসারী হওয়া যাবে।
এ অ্যাপ সম্পর্কে এক সময়ের এ পর্ণো তারকা বলেন, 'এটা (নিজের নামে মোবাইল অ্যাপ) এমন কিছু যার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত এটা পেলাম! এটা আমার ভক্তদের সঙ্গে আমার যোগযোগের অনুঘটক হিসেবে কাজ করবে। আমার পৃথিবীতে প্রতি মূর্হূতে কী ঘটছে এই একটিমাত্র অ্যাপের মাধ্যমে জানা যাবে।'
নায়িকা বলেন, 'কেউ একবার এটা ডাউনলোড করলে সঙ্গে সঙ্গে তিনি আমার পৃথিবীর একজন হয়ে যাবেন।'
ভারতের তারকাদের মধ্যে সানি লিওনই প্রথম যিনি নিজের নামে অ্যাপ চালু করেছেন।
আপাতত মোবাইলে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারী বিনামূল্যে এ অ্যাপ ব্যবহার করতে পারবেন।
এর আগে ২০১৪ সালেও নিজের অ্যাপ এনেছিলেন সানি লিওন। সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল অ্যাপটি। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছুদিন পরই সেই অ্যাপ বন্ধ হয়ে যায়। সূত্র: এবিপি, ডিজিট
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত