
সুনামগঞ্জ : তাহিরপুর উপজেলায় আলোচিত মোটর ম্যাকানিক শাহিন(২০)হত্যা মামলার আসামী বাবুল মিয়া(২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। আটক বাবলু উপজেলার বারহাল গ্রামের আবদুল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ১৭জুলাই সকালে তাহিরপুর থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীর পুলিশ সদস্য নিয়ে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
শাহিন হত্যা মামলার আসামি বাবুলকে গ্রেফতারের বিষয়টি স্বীকার তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর বলেন, সকালে তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মুঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।