শামীম ইকবাল চৌধুরী : কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মুজিবুর রহমানের পক্ষে প্রচারণা চালিয়েছেন বান্দরবান পৌর মেয়র ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ।
শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যায় নগরীর এলাকায় নৌকা প্রতীকের পক্ষে প্রচার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা।
প্রচারণায় ছিলেন- বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ইসলাম বেবী, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো. শফি উল্লাহ, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার প্রমুখ।
প্রচারণাকালে তারা বলেন, ‘কক্সবাজারে নৌকা প্রতীকের জোয়ার উঠেছে। প্রতিটি মানুষের মুখে শুধু নৌকার শ্লোগান, মানুষ এখন পরিবর্তনের ডাক দিয়েছে। নৌকা প্রতীককে বিজয় করা হলে কক্সবাজাবাসীর সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া পাবে। জননেত্রী শেখ হাসিনা মুজিব ভাইয়ের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ২৫ জুলাই নৌকাকে বিজয় করে শেখ হাসিনাকে কক্সবাজারবাসীর পক্ষ থেকে উপহার দেওয়া হবে।’
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত