কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে বিজিবির অভিযানে অবৈধ কারেন্ট জাল ও একটি মিনি পিক আপ আটক করা হয়েছে।এসময় কাউকে আটক করতে ব্যর্থ হয়েছে বিজিবি।
শনিবার (২১ জুলাই) টেকনাফ বর্ডার গার্ড ২ বিজিবি উপজেলার শীলখালী মাঠপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, বিকেল ৫টা নাগাদ টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মিনি পিকআপ সংকেত দিয়ে থামায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আসন থেকে নেমে চালক দ্রুত পালিয়ে যায়।
পরে পিকআপ তল্লাশী করে ৫০ লক্ষ ১২ হাজার টাকা মূল্য মানের ৭'শ ১৬ কেজি কারেন্ট জাল এবং ১৮ লক্ষ টাকার একটি পিকআপ (চট্ট মেট্রো ন-১১-৪৬১২) আটক করা হয়েছে।
আটক জাল ও পিকআপটি টেকনাফ শুল্ক ষ্টেশনে জমা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি উপ-অধিনায়ক শরিফুল ইসলাম জুমাদ্দার।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত