[caption id="attachment_27091" align="aligncenter" width="691"]
শিবিরের সভাপতি ১০ মামলার আসামী গ্রেফতার সাতকানিয়ায়[/caption]
চট্টগ্রাম : শিবিরের এক অস্ত্রধারী ক্যাডার ও সাতকানিয়া ইউনিয়ন সভাপতি বেলাল মেম্বারকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২০ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার বেলাল মেম্বার একই এলাকার আনু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, ‘অভিযান চালিয়ে শিবিরের অস্ত্রধারী ক্যাডার বেলাল মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা, পুলিশের ওপর হামলা, বিস্ফোরক, অগ্নিসংযোগ, নাশকতা, ভাংচুরসহ ১০টি মামলা রয়েছে।’
এছাড়া গত ২৪ ঘন্টায় চারটি মাদক মামলায় ৯ জন, বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা মূলে ২৫ জনসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত