চট্টগ্রাম : কর্ণফুলি থানা এলাকায় চোরাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেরার পথে যুবলীগ নেতার আক্রমণের শিকার হয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুই উপ-সহকারী প্রকৌশলী।
এদের মধ্যে উপ-সহকারী প্রকৌশলী জহিরুল হকের মাথা ফেটে গেছে। তার অবস্থা আশংকাজনক।
রোববার (২২ জুলাই) কর্ণফুলী থানার ব্রিজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পিডিবির নির্বাহী প্রকৌশলী (পটিয়া সার্কেল) আবু সাঈদ জানান, কর্ণফুলীর ব্রিজঘাটা এলাকায় চোরাই বিদ্যুৎ সংযো্গ বিচ্ছিন্ন করতে অভিযানে যান জহিরুল হক এবং আবু সালেহ। সেখানে চোরাই সংযোগ দিয়ে এফ ভি লিউ নামে একটি ফিশিং জাহাজে ওয়েল্ডিংয়ের কাজ করার প্রমাণ পান তারা।
তিনি বলেন, চোরাই সংযোগটি বিচ্ছিন্ন করে ফেরার পথে জাহাজের মালিক আনোয়ার সাদাত মোবারকের নেতৃত্বে মারধর করা হয় তাদের। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম বলেন, দুই উপ-সহকারী প্রকৌশলীর ওপর হামলার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত