চট্টগ্রামে তিনদিন গ্যাস সরবরাহ সীমিত থাকবে

চট্টগ্রাম : তিনদিন গ্যাস সরবরাহ সীমিত থাকবে চট্টগ্রামে। এসময়ে গ্যাস সংকটে ভোগতে পারেন কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল) অধিভুক্ত এলাকার গ্রাহক_এমনটাই জানিয়েছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ জুলাই) থেকে রবিবার (২৯ জুলাই) তিনদিন মেরামত ও রক্ষণাবেক্ষণজনিত কারণে গ্যাস সরাবরাহ বিঘ্নিত হবে। এসময়ে বাসাবাড়িতে গ্যাস সরাবরাহ স্বাভাবিক রাখতে সিএনজি ফিলিং ষ্টেশনসহ সকল ধরনের শিল্প কারখানায় গ্যাস ব্যবহার সীমিত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

কেজিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চচাপ বিশিষ্ট চট্টগ্রাম রিং-মেইন গ্যাস পাইপ লাইন এর অন-স্ট্রীম পিগিং অপারেশন ২৭ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে সম্পাদিত হবে। রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে পিগিং কার্যক্রম চলাকালে কেজিডিসিএল অধিভুক্ত এলাকার গ্যাস সরবরাহ সাময়িক বিঘ্নিত হবে।

গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটায় এতদ্বাঞ্চলের গ্রাহকদের নিকট দু:খ প্রকাশ করেছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।

শেয়ার করুন