চট্টগ্রাম : নগরীর খুলশী থানার রেলগেট এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। তবে র্যাব দাবী করছে ওই তিনজন মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২৬ জুলাই) মধ্যরাতে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে ক্যান্টিনগেট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাগেরহাটের মোরেলগঞ্জের জাকির হোসেন (৩১) ও ডালিম শেখ (২৯)। অপরজনের পরিচয় জানা যায়নি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, কুমিল্লা থেকে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেট কারে করে মাদক নিয়ে আসার খবর পেয়ে রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। ওই তিনজন প্রাইভেটকারে যাচ্ছিলেন। র্যাবের টহলরত সদস্যরা তাদের থামার সংকেত দেন। কিন্তু তারা গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এসময় তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ পাওয়া যায়।
র্যাবের দাবি, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, গুলি ও ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ছাড়া প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
নিহত তিন ব্যক্তির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত