মাঠে নামছে দুদক
চিকিৎসা সেবায় আস্থা ফেরাতে ৭ নিদের্শনা মন্ত্রণালয়ের

চট্টগ্রামের মানুষের কষ্টের কথা পৌঁছে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে। নড়েচড়ে বসেছে প্রশাসন। চিকিৎসা সেবা নিতে গিয়ে ভুল চিকিৎসা কিংবা চিকিৎসকের অবহেলাজনিত কারণে মৃত্যুর মতো ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মাঝে অসন্তোষ সৃষ্টি হওয়ার বিষয়টি ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্টদের।

এসব কারণে হাসপাতাল ও চিকিৎসকদের তদারকি করতে এবং চিকিৎসাসেবায় আস্থা ফেরাতে সাতটি নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর। আর হাসপাতালের যাবতীয় বিষয় তদারকি করতে মাঠে নামছে দুদক।

নির্দেশনাগুলো হলো-চিকিৎসকদের সময়মত অফিসে উপস্থিত নিশ্চিত করতে হবে। সকাল ৮ টা ৩০ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বহির্বিভাগে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। ভর্তি রোগীদের তথ্যাদি সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতে হবে। অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরে কন্ট্রোল রুম হট লাইন (০১৭৫৯১১৪৪৮৮) এ অবহিত করতে হবে। সরবরাহকৃত ওষুধের তালিকা নিয়মিতভাবে কর্তব্যরত চিকিৎসকদের কাছে হালনাগাদ করে পৌঁছাতে হবে। হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরো কার্যকর করতে হবে।

শেয়ার করুন