আনসার সদস্যের গুলিতে যুবক নিহত সীতাকুন্ডে

চট্টগ্রাম : সীতাকুণ্ড এলাকায় একটি রড তৈরীর কারখানার দায়িত্বরত আনসারের গুলিতে সাহাব উদ্দিন (১৯) নামে যুবক নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে নিহতের এক সহযোগি। এ ঘটনায় আহত হয়েছে কারখানার আনসার সদস্য মিজানুর রহমান ও সিকিউরিটি গার্ড সফি উল্ল্যাহ। আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবক দক্ষিণ সোনাইছড়ি বারআউলিয়া হাফিজ জুট মিলস্ কলোনী এলাকার মরহুম জুনু‘র ছেলে।

বুধবার (২৫ জুলাই) মধ্যরাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর পাহাড়ের পাদদেশে আবুল খায়ের ষ্টীল মিলস্ নামক কারখানায় এ ঘটনা ঘটে।

সূত্র জানানয়, উপজেলার সোনাইছড়ি শীতলপুর চৌধুরীঘাটা পাহাড়ের পাদদেশে অবস্থিত আবুল খায়ের ষ্টীল মিলস্ এলাকায় দুই যুবক গভীর রাতে ফ্যাক্টরীর আশে পাশে ঘুরাঘুরি করছিল। বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যদের চোখে পড়ে। এরপর আনসার সদস্যরা দুই যুবককে ফ্যাক্টরী এলাকায় ঢুকার কারণ জিজ্ঞেস করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কর্তব্যরত আনসার সদস্যরা গুলি করলে সাহাব উদ্দিন নামে এক যুবক ঘটনাস্থলই মারা যায়। অপর যুবক পালিয়ে যায়। তার নাম জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে আবুল খায়ের ষ্টীল মিলস্‘র কর্তকর্তা মো.ইমরুল হাসান ভু’ইয়া জানান,‘ বুধবার গভীর রাতে স্থানীয় কয়েকজন সংঘবদ্ধ ডাকাতদল ফ্যাক্টরী এলাকায় ঢুকে পড়ে।

এসময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা ডাকাতদের প্রতিরোধ করতে গেলে, ডাকাত দলের এক সদস্য রাম দা কোপে আমাদের এক আনসার ও এক সিকিউরিটি গার্ড আহত হয়। দায়িত্বে থাকা আনসার সদস্যরা আত্বরক্ষার চেষ্টায় গুলি করলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত নিহত হয়।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন,আমি ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গুলিবিদ্ধ যুবককে মর্গে প্রেরণ করি,তবে প্রাথমিকভাবে জানা যায়,গুলিবিদ্ধ যুবক রাতে যেকোন সময় ফ্যাক্টরী এলাকায় চুরি করতে যায়। এসময় দায়িত্বে থাকা আনসারের গুলিতে সাহাব উদ্দিন নামে একজন নিহত হয়েছে। এ বিষয়ে নিহতের কেউ মামলা করতে চাইলে মামলা গ্রহণ করা হবে।

শেয়ার করুন