
খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব সুজা এলাকার উন্নয়নসহ গণতন্ত্র বিকাশে অবদান রেখেছেন।”
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৬ জুলাই) মধ্যরাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মারা যান খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজা।
১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনবার জাতীয় সংসদে খুলনার রূপসা-তেরখাদা-দিঘলিয়ার মানুষের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
রাষ্ট্রপতি শোক বার্তায় এই সংসদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।