৫ দাবিতে চবি সাংবাদিক সমিতির মানববন্ধন

পরিবহন ব্যবস্থায় নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্বরে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি অনেক সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ভ্রুক্ষেপ করছে না। এতে করে তীব্র গরমেও ছেলে-মেয়েদের কষ্ট করে যাতায়াত করতে হয়। এদিকে ক্যাম্পাসের ভেতরে চলাচলকারী অটো রিকশাগুলোও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেন সমাবেশকারীরা।

সাংবাদিক সমিতির দাবিগুলো মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয় রুটের রেললাইন সংস্কারের পাশাপাশি শাটল ট্রেনের বগি বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় রুটে বাসের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বাস সরবরাহ, ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচলকারী সিএনজি অটোরিক্সার ভাড়া নির্ধারণ, দুর্ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় গতিরোধক স্থাপন।

চবি সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ইমারান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চবি সাংবাদিক সমিতির সভাপতি বাইজিদ ইমন, প্রচার সম্পাদক জোবায়ের চৌধুরী কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল রাকীব।

শেয়ার করুন