
কক্সবাজার : উখিয়া উপজেলার ইনানী বীচ এলাকা থেকে অস্ত্রসহ তারেক নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এসময় তার কাছ থেকে একটি হাতুড়িসহ দু’টি ছুরি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টা নাগাদ ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক তারেক ইনানীর মাহবুবুল আলমের ছেলে।
ইনানী ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাখাওয়াত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক “মাত্তুল গ্রুপ” নামে একটি ছিনতাইকারী গ্রুপের সদস্য বলে স্বীকার করেছে। সে ইনানী সমুদ্র সৈকত কেন্দ্রীক ছিনতাইকারী গ্রুপের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।













