মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রাম : নগরের বায়েজিদ থানার আমান বাজার এলাকার দুইটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য রাখার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (২৮ জুলাই) অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস এসএ শান্ত ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং মেডিসিন বাজারকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ স্পটে ধ্বংস করা হয়।

এ ছাড়া নোংরা পরিবেশ ও প্রতিশ্রুত ওজনের চেয়ে কম ওজনে বেকারি পণ্য তৈরি ও বিক্রির জন্য আমান বাজারের বেস্ট ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মুহাম্মদ হাসানুজ্জামান জানান, জনস্বার্থ ও জনস্বাস্থ্যে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় বাজার তদারকি অভিযান আরও জোরদার করা হবে।

শেয়ার করুন