শংকর চৌধুরী : খাগড়াছড়ির দীঘিনালায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ৯ বছরের শিশু কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা মামলায় সন্দেহভাজন ৩ যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ জুলাই) দীঘিনালা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, দীঘিনালার বড় মেরুং এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে মোঃ শাহ আলম (৩৩), একই এলাকার জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩২) ও মধ্য বোয়ালখালি এলাকার ফজর আলীর ছেলে মোঃ মনির হোসেন (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দীন। তিনি বলেন, আটককৃত যুবকদের দীঘিনালা থানায় জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মা অনুমতি ত্রিপুরা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করার পর পুলিশ রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে।
প্রসঙ্গত, গত শনিবার রাতে দীঘিনালার নয়মাইল এলাকার জঙ্গল থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রী ৯ বছরের শিশু কৃত্তিকা ত্রিপুরার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার ও স্থানীয়দের অভিযোগ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত