
আনোয়ারায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার কালাবিবি দীঘির দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- কুতুবদিয়ার আলী হোসেন (৫৫), মোহাম্মদ হানিফ (২৪),বাঁশখালীর মোহাম্মদ জামান (৫৩),সন্তোষ দাশ (৪৪) ও রানী দাশ (৫৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে কালাবিবি দীঘির দক্ষিণ পাশে শহরমুখী বাঁশখালীর যাত্রীবাহী একটি বাস (চট্টমেট্রো-০৫-০০৮৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত