চট্টগ্রাম : দৈনিক নয়াবাংলা। চট্টগ্রামের প্রাচীন খবরের কাগজ। দীর্ঘ বন্ধুরপথ পেড়িয়ে এসেছে চল্লিশ বছর। আজ প্রকাশনার চার দশকপূর্তি। এতদ্বাঞ্চলের সুহৃদ-পাঠকের ভালবাসায় সিক্ত নয়াবাংলা পরিবার একচল্লিশ বছরের প্রথম দিনে অসংখ্য সখা-সারথী, লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খীদের জানায় অকৃত্রিম শুভেচ্ছা আর অফুরান ভালবাসা।
১৯৭৮ সালের ২ আগষ্ট নগরীর পাথরঘাটার মিরান্ডা লেনের মুসলিম আর্ট প্রেস প্রিন্টিং এন্ড পাবলিকেশন থেকে প্রথম প্রকাশিত দৈনিক নয়াবাংলা কাগজে ছাপার সাথে এখন প্রযুক্তির ছোঁয়ায় অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে দেশ ছাপিয়ে দুনিয়াজুড়ে। চার দশকপূর্তি উৎসব আয়োজন বর্ণিল না হোক, অন্তত ছোট পরিসরে উদযাপনের আয়োজনও পিছিয়ে গেলো আওতাবহির্ভূত কারণে। তবে উৎসব হবেই, আর প্রাণের উৎসব তো প্রতিদিন।
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি চট্টল বীর এবিএম মহিউদ্দিন চৌধুরী, আধুনিক সংবাদপত্র শিল্পের পথিকৃৎ দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক রফিকুল ইসলাম ও সাংবাদিক পুলক সরকার এবং সদ্য প্রয়াত সাংবাদিক সঞ্জয় মহাজন কল্লোল এর মতো এতদ্বাঞ্চলের আরো বহু প্রিয় মুখ-যাঁদের আমরা হারিয়েছি সময়ে অসময়ে। আর চিকিৎসকের অবহেলায় প্রাণ হারানো সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের শিশু কন্যা রাফিদা খান রাইফা আমাদের অন্তরজুড়ে থাকবে অনন্তকাল।
চট্টগ্রামের আঞ্চলিক খবরের কাগজ দৈনিক নয়াবাংলা ১৯৯০ সালে প্রথম স্টিভ জবস’র এ্যাপল কম্পিউটার প্রযুক্তির পরশে সংবাদপত্র শিল্পে নতুন মাত্রা যোগ করে। আর আজকের অনলাইন সংস্করণ তো পাঠক চাহিদা, সময়ের দাবী।
আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি খবরের কাগজের স্বপ্নদ্রষ্টা আবদুল্লাহ আল ছগীরকে। যাঁর নির্ঘুম রাতের নিরলস চেষ্টায় প্রতিদিন নতুন রূপে পাঠক-হৃদয়ে ভাস্বর দৈনিক নয়াবাংলা। বাংলা বর্ণে-বর্ণে গাঁথা গণমানুষের সুখ-দুঃখ গর্ভে ধারন করে নয়াবাংলা প্রতিভোরেই প্রসব বেদনায় ছটফট করতো জোহানস গুটেনবার্গের মুদ্রণ যন্ত্র (ছাপাখানা)। অত:পর ভোরের সূর্য ওঠার আগেই নাড়ি ছিঁড়ে বেড়িয়ে আসতো দৈনিক নয়াবাংলা। সদ্য ভূমিষ্ট কাগজের স্বাদ-গন্ধে রাতজাগা কষ্ট ভুলতেন আবদুল্লাহ আল ছগীর ও তাঁর একঝাঁক কর্মঠ-কর্মী। দৈনিক নয়াবাংলায় সাংবাদিকতা হাতেখড়ি_এমন অন্তপ্রাণ কর্মী আজ প্রথিতযশা প্রবীণ তুখোড় পেশাদার সাংবাদিক। দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কর্মব্যস্ত। বলাচলে আবদুল্লাহ-আল-ছগীর ছিলেন সংবাদপত্র শিল্পের কারিগর। আর মোমিন রোডের নয়াবাংলা কার্যালয় সাংবাদিক তৈরির কারখানা। ১৯৯১ সালের ২৯ মার্চ তাঁর প্রিয়প্রাঙ্গণ থেকে বিদায় নেন এই প্রবীণ সাংবাদিক এবং প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুল্লাহ আল ছগীর।
প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুল্লাহ-আল-ছগীর অন্য কোনো লাভজনক পেশায় নিজেকে নিয়োজিত না করে গণমানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার জন্য এ মহৎ উদ্যোগ গ্রহণ করেন। প্রকাশ করেন সদ্য স্বাধীন দেশের নতুন বাংলা খবরের কাগজ দৈনিক নয়াবাংলা। চট্টগ্রামে বাংলা দৈনিকসমূহের মধ্যে নয়াবাংলা-ই প্রথম কম্পিউটার কম্পোজে আট পৃষ্ঠা অফসেটে প্রকাশ করে। আঞ্চলিক পত্রিকার মধ্যে স্বাধীন দেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীর পরের অবস্থানই দৈনিক নয়াবাংলার।
আজকের দিনে এতটুকু সংকোচে বলতে হয়, সেই রমরমা হাল ধরে রাখা যায়নি। আবদুল্লাহ আল ছগীরের প্রাণের কাগজ নয়াবাংলা আজ কিছুটা মলিন, কিছুটা বিবর্ণ। তবে নয়াবাংলা তার নিজস্বতায় অবিচল-আপোষহীন। চলছে নিরলস, চলছে অবিরাম। একচল্লিশ বছরের পথচলায় নয়াবাংলা পরিবার আপনার ভালবাসা প্রত্যাশা করছে। প্রত্যাশা করছে এগিয়ে যাওয়ার পরামর্শ। আপনাকে আবারও ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন।