জুলাই মাসে ৬ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবি’র

খাঁন মাহমুদ আইউব (কক্সবাজার) : জুলাই মাসজুড়ে সীমান্তে স্থল ও নৌ-পথে ৫ কোটি ৯১লক্ষ ২৩হাজার ৯শ ৯০ টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-২ (বিজিবি)।

অভিযানের রিপোর্ট প্রকাশে এসব তথ্য জানা গেছে।

এঘটনায় ৬৫টি নিয়মিত মামলায় ৪৪ পাচারকারীকে আটক করা হয়েছে। ইয়াবা ১লাখ ৩৬হাজার ২৫২পিস। ৪ লাখ ৯৬হাজার ৩শ ৫০টাকার অন্যান্য মাদক দ্রব্য- বিয়ার, বিদেশী মদ, চোলাই মদ, গাঁজা ও ফেন্সিডিল আটক করেছে ।এঘটনায় ৮টি মামলা হয়েছে।

এছাড়া ১কোটি ৭৭ লাখ ৮২হাজার ৪০টাকার অন্যান্য চোরাই পণ্য আটক করেছে। ঘটনায় নিয়িমিত মামলা হয়েছে ২টি এবং আটক করা হয়েছে ৯১জন চোরাকারবারীকে। টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আছাদু জামান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।