চট্টগ্রাম : জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সিএমপি কমিশনার। পুলিশের সাথে সাধারণ মানুষের যোগাযোগ আরো নিবির করতে ‘হ্যালো সিএমপি’ নামে একটি মোবাইল অ্যাপস চালু করছে নগর পুলিশ।
সব ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের মাধ্যমে 'হ্যালো সিএমপি' অ্যাপসটি উদ্বোধনের কথা রয়েছে। অ্যাপসটি চালু হলে 'হ্যালো সিএমপি'র মাধ্যমে ছয়টি বিষয়ে সেবা পাবেন নগরবাসী। আবার নগরবাসীও পুলিশকে বিভিন্ন তথ্যও দিতে পারবে এই অ্যাপসের মাধ্যমে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) নগর পুলিশের মাসিক অপরাধ সভায় সিএমপি কমিশনার ইকবাল বাহার জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রাখাতে নগরীর ষোল থানার ওসিদের নির্দেশ দেন। এছাড়া মাদককে ‘না’ বলতে অপরাধ সভায় নগরীর ১৬ থানার ওসিকে শপথ করান সিএমপি কমিশনার। সভায় মোবাইল অ্যাপস চালুর অগ্রগতি বিষয়ে আলোচনা হয়।
সভায় অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন স্তরের ৮৩ জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফকে নগদ অর্থ ও সম্মাননা সনদ দেন সিএমপি কমিশনার। অপরাধ নিয়ন্ত্রণে সেরা থানা বিবেচিত হয়েছে বায়েজিদ বোস্তামি থানা।
সিএমপি কমিশনার মো. ইকবাল বাহারের সভাপতিত্বে অপরাধ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্যসহ নগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত