[caption id="attachment_2802" align="alignleft" width="300"]
ছবি প্রকাশ করে সম্পর্কের ঘনিষ্ঠতা জানিয়ে দিলেন বিরাট-আনুষ্কা[/caption]
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুস্কা শর্মার সম্পর্কের কথা তাদের ভক্তদের মাঝে বে চাউড়। তবে তাদের নিজেদের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট কোন কথাবার্তা পাওয়া যায়নি। বরং তাদের চেয়ে মিডিয়ায় তাদের রিলেশনটা যেন বেশি বয়ে নিয়ে যাচ্ছে।
এবার বিরাট অফিসিয়ালি বললেন, জানালেন সম্পর্কের কথা। বিশ্ব ভালবাসা দিবসে বিরাট এবার নিজেদের সম্পর্ক নিয়ে লাইম-লাইটে আসলেন। দু’বছর পর এই প্রথম আনুষ্কার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন বিরাট। ভ্যালেন্টাইন’স ডে-র পর দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি ছবি পোস্ট করার আধ ঘণ্টার মধ্যে লক্ষ লক্ষ লাইক আর কমেন্টে সারা পরে যায়।
ছবির ক্যাপশনে বিরাট কোহলি লিখেছেন, ‘যদি আপনি চান তা হলে প্রতি দিনই হতে পারে ভ্যালেন্টাইন’স ডে। আনুষ্কা প্রতি দিন আমার মনে ভ্যালেন্টাইন’স ডে-র অনুভূতির জন্ম দেয়।’
ছবিতে দেখা যাচ্ছে উজ্জ্বল রোদে সবুজ মাঠে বসে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন বিরাট-আনুষ্কা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত