আওয়ামী লীগ নেতার দারোয়ান মাদক সম্রাজ্ঞী মনিকা গ্রেফতার চট্টগ্রামে

চট্টগ্রাম : নগরীর বায়েজিদে আওয়ামী লীগ নেতার ভাড়া ঘরের দারোয়ান আলোচিত মাদক বিক্রেতা একাধিক মাদক মামলার আসামী মাহমুদা আক্তারকে (প্রকাশ মনিকা) গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৪ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক শামীম আহমেদ।

তিনি বলেন, দীর্ঘ দিন থেকেই ওই এলাকায় আমাদের নজরদারী ছিল। তবে মাদক বিরোধী অভিযানের শুরুতে মনিকাসহ ওই দলের সবাই আত্মগোপনে চলে যায়। কিছুদিন আগে পুনরায় ফিরে এসে মাদক বিক্রয় শুরু করছে বলে নিশ্চিত হয়ে শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময়ে অন্যরা পালিয়ে যায়।

সূত্র জানায়, চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীর ভাড়া ঘরের দারোয়ান মনিকা-রকি দম্পতি। তবে মনিকার মা ভাই বোন বোনের জামাই মিলে অন্তত ৮ সদস্যের বড় সিন্ডিকেট পুরো মাদক বিক্রয় করে আসছে দীর্ঘ দিন থেকে। তাদের প্রত্যেকের নামেই রয়েছে একাধিক মাদক মামলা। মাদক বিরোধী অভিযান শুরু হলে পরিবারের সবাই আত্মগোপনে চলে যায়। কিছুদিন পর পুনরায় ফিরে আসছে এমন মাদক বিক্রয় শুরু করছে বিভিন্ন কৌশলে।

শেয়ার করুন