[caption id="attachment_28050" align="aligncenter" width="648"]
ঢাবি শিক্ষার্থীরা মিছিল মিছিলে ঢাকার সড়কে[/caption]
নিরাপদ সড়ক দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকার রাস্তায় নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা।
রোববার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স ও মার্কেটিং বিভাগসহ বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী।
কিছুক্ষণ অবস্থানের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শাহবাগের দিকে যায় শিক্ষার্থীরা। এসময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ’ চেয়ে স্লোগান দেয়। দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগে নিরাপদ সড়ক চেয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেয়। মুহূর্তেই শিক্ষার্থী সংখ্যায় বেড়ে যায়। এরপর সেখান থেকে তারা মিছিল নিয়ে জিগাতলায় অবস্থান নেয়।
কোমলমতি ছাত্রছাত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এর আয়োজন করা হয়। এসময় মিরপুরে হামলায় ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের রুহিন মারাত্মক আহত হওয়ার বিচার দাবি করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত