শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ সুনামগঞ্জে

সুনামগঞ্জে শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ

জাহাঙ্গীর আলম ভুঁইয়া : সুনামগঞ্জ জেলা শহরে শনিবার বেলা ১১টা থেকে বিভিন্ন স্কুল ও কলেজে হাজারো শিক্ষার্থীরা মিছিল সহকারে শহরের বিভিন্ন স্থানে অবস্থান ও বিক্ষোভ করেছে। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। শহরের সুনামগঞ্জ সরকারি কলেজ, মহিলা কলেজ, পৌর কলেজ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,জুবিলী স্কুল, এইচএমপি, বুলচান্দসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১১টার সময় শহরের আলফাত স্কয়ারে এসে জড়ো হওয়ায় জনসমুদ্রে পরিণত হয়। সেখানে বিক্ষোভ করে তারা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে সড়কে
অবস্থান নেয়।
এসময়ে শিক্ষার্থীরা পুলিশ, প্রশাসনসহ সকলের গাড়ির লাইসেন্স চেক করেছে। বিক্ষোভরত শিক্ষার্থীরা শহরের প্রাথমিক প্রশিক্ষণ ইনস্টিটিউটে পুলিশের টহল গাড়ি ঘিরে লাইসেন্স দেখানোর সময় বিক্ষোভ করে। পরে তারা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন শ্লোগান দেয়।

তাছাড়া নৌপরিবহন মন্ত্রীর পদত্যাগসহ শিক্ষার্থীরা তাদের দাবিগুলো পূরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

অনেক শিক্ষার্থী প্লেকার্ডে সুন্দর ও গঠন মূলক শ্লোগান নিয়ে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীরা প্লেগাট-পুলিশ আক্কেল চা, সিগেরেটের টাকা আমি আমার টিফিনের টাকা দিয়ে দিচ্ছে তাও আপনি এসব
গাড়ি (অবৈধ গাড়ী) চালাতে দিবেন না। রাজপথ কাপাতে নয় দাবী মানাতে এসেছি, দাবী মোদের একটাই নিরাপদ সড়ক চাই, আমার কবরে আমরা আর থাকবা ঘরে। বিশেষ করে ‘দেশ যখন আমাদেরই/তবে কেন এত রক্তারক্তি’ ‘শিক্ষকের বেতের বাড়ি নিষেধাজ্ঞা যে দেশে/ পুলিশের হাতে লাঠি কেন সেই দেশেসহ নানা শ্লোগান লেখা প্লেকার্ড ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে হাতে।