চট্টগ্রাম : শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো চট্টগ্রামের দুই উপজেলা পটিয়া ও হাটহাজারী। রোববার (৫ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২১টি উপজেলার সঙ্গে এ দুই উপজেলার শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, পরিবেশ ও বন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পটিয়ার সাংসদ শামসুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, বিদ্যুৎ বিভাগের উপ-সচিব মো. শাহরিয়ার, পিডিবির চট্টগ্রাম দক্ষিণাঞ্চল প্রধান প্রবীর কুমার সেন প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত