

সীতাকুণ্ড উপজেলায় ২নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দীন রেহানকে সভাপতি ও ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ইউপি চেয়ারম্যান সমিতি গঠন করা হয়েছে।
এছাড়া সহ-সভাপতি হিসেবে ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাতউল্ল্যাহ মিয়াজী ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ চৌধুরী নির্বাচিত হন।
এসময় ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, ৮নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ, ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন ও ১০নং সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দীন আজিজের সম্মতিতে সমিতি গঠিত হয়।
সমিতির সর্বদা সফলতা কামনা করে সমিতির নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক ও সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এম পি, সীতাকুন্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু সাধারন সম্পাদক জামশেদ উদ্দীন, সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল কবির দুলাল ও সাধারন সম্পাদক এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ।














