পাহাড়তলী ইসলামী ব্যাংকের সম্মেলনে প্যানেল মেয়র মঞ্জু
নারী উদ্যোক্তা সৃষ্টিতে ইসলামী ব্যাংকের অনন্য উদ্যোগ

চট্টগ্রাম : ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: পাহাড়তলী শাখার উদ্যোগে নগর দরিদ্র উন্নয়ন প্রকল্প এর কেন্দ্র প্রধান ও সহকারী প্রধানদের সম্মেলন ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোন প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: সালেহ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সোমবার (৬ আগষ্ট) বিকালে ইউনিট অফিসার শেখ নুর মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র প্রফেসর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন ওয়াড এর মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম উত্তর জোনের প্রিন্সিপাল অফিসার আরডিএস জোন অফিসার মো: আমিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের শাখা প্রদান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী। কেন্দ্র প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন এস এম আবদুল হান্নান, স্বপন সাহা, হোসনেয়ারা বেগম প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথি প্রফেসর নেছার উদ্দিন আহমদ মঞ্জু বলেন, ইসলামী ব্যাংক দেশের আপমর জনতার ব্যাংক। এই ব্যাংক ক্ষুদ্র ঋণের মাধ্যমে দেশের অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীকে স্বাভলম্বী করে তোলার পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসলামী ব্যাক নারী উদ্যোক্তা সৃষ্টিতে অনন্য বলেও দাবী করেন তিনি। তিনি ইসলামী ব্যাংকের সেবা সমুহ গ্রহণের মাধ্যমে সুদ মুক্ত অর্থ ব্যবস্থায় শরীক হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

জোনাল প্রধান সালেহ ইকবাল বলেন, ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পগুলোর মাধ্যমে দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের কার্যক্রম ছড়িয়ে পড়েছে। নারী ক্ষমতায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক অভস্থার আমুল পরিবর্তন হয়েছে। তিনি ব্যাংকের সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন