বেনাপোলে ৪০ হাজার ডলারসহ ভারতীয় আটক

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ৪০ হাজার মার্কিন ডলারসহ এক ভারতীয়কে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত এ তথ্য নিশ্চিত করেন।

আটক জিসান শেখ (৩৫) ভারতের চব্বিশ পরগণার ইকবালপুরের মোশারেফ হোসেনের ছেলে।

ছবি রানী বলেন, ভারতীয় একজন পাসপোর্ট যাত্রী বৈদেশিক মুদ্রার একটি চালান নিয়ে বাংলাদেশে আসছে সংবাদ পেয়ে কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা পারাপার হওয়া যাত্রীদের নজরদারিতে রাখেন। বেলা ১২টার দিকে ভারত থেকে জিসান চেকপোস্ট কাস্টমস ব্যাগেজ তল্লাশির কাজ শেষে পার হওয়ার পথে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যদের সন্দেহ হলে তার শরীরে তল্লাশি করেন। এক পর্যায়ে তিনি তার জুতার মধ্যে ৪০ হাজার ডলার থাকার কথা স্বীকার করেন।

আইনি প্রক্রিয়া শেষে আটক বৈদেশিক মুদ্রাসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন