উচ্ছেদ আতঙ্কে রাঙ্গামাটির ৭০ আদিবাসী পরিবার !

‘‘পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ’’এর স্থাপনা নির্মাণে জেলা প্রশাসনের চলমান ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার কারণে …

রাঙ্গামাটি : রাঙ্গাপানি মৌজার কলেজগেইট এলাকা সংলগ্ন ডাঃ এ,কে দেওয়ান পাহাড়ে ৭০ টি আদিবাসী পরিবার উচ্ছেদ আতঙ্কে দিনাতিপাত করছে। ‘‘পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ’’এর স্থাপনা নির্মাণের জন্য জেলা প্রশাসনের চলমান ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার কারণে প্রতিনিয়ত সুদীপ্তা দেওয়ান পাড়ার বসবাসরত  সকলে আতংকিত।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বসতবাড়ী উচ্ছেদ করে স্থাপনা নির্মানের জন্য বিগত-২০০১ ইং সনে জেলা প্রশাসন কর্তৃক অধিগ্রহনকৃত ভূমি ডাঃ এ.কে দেওয়ান ও তার দালাল চক্রের মূল হোতা মায়াভুষণ চাকমা এজন্য দায়ী । অভিযুক্ত ডাঃ এ.কে দেওয়ান ও তার সহযোগী মূল হোতা মায়াভুষণ চাকমা মাধ্যমে মিথ্যা বিবৃতি দিয়ে ভুক্তভোগী পরিবার সমূহের নিকট প্রায় ২.৮২ একর জমি বিক্রয় করিয়া প্রতারনা পূর্বক প্রায় ৩,২৭,৭২,০০০/- (তিন কোটি সাতাশ লক্ষ বাহাত্তর হাজার) টাকা গ্রহণ করে আত্মসাৎ করেন।

অনুসন্ধানে জানা গেছে, ডাঃ এ.কে দেওয়ান ও তার দালাল চক্র উক্ত জমি বিক্রয়ের কথা সম্পূর্ণ অস্বীকার করায় রীতিমতো বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। একদিকে প্রশাসন কর্তৃক তাদের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বাড়ীঘর হতে উচ্ছেদ আতঙ্ক অন্যদিকে জমির যথাযথ ক্ষতিপূরনের কোন নিশ্চয়তা না পাওয়া। এ নিয়ে ভুক্তভোগী পরিবারগুলো সংকটের রয়েছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের  তরফ থেকে এ বিষয়ে সুষ্ঠু সমাধানের কোন আশ্বাস প্রদান করা হচ্ছে না। আঞ্চলিক পরিষদের তরফ থেকে ভুক্তভোগীদেরকে তাদের নিজ নিজ জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলা হলেও তাদের ক্ষতিপুরণের বিষয়ে সুষ্পষ্টভাবে কোন কিছু বলা হচ্ছে না। একইভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিপুরণের বিষয়ে কোন নিশ্চয়তা প্রদান করা হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানান- তারা বিভিন্ন জন বিভিন্ন সময়ে নিজেদের সর্বস্ব পুঁজি দিয়ে ডাঃ এ. কে দেওয়ান এর নিকট থেকে তার রেকর্ডীয় জমি সংলগ্ন “দীর্ঘ ভোগদখলীয় জমি” (যার দাগ নং- ২১২৩, ২১২৪, ২১২৫, ২১২৬ ও ২১২৭)  ক্রয়সূত্রে মালিকানা অর্জন করে তথায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কাঁচা ও পাকা ঘরবাড়ী নির্মাণ পূর্বক বসবাস করছেন। অনেকে ওই জমিতে নিরঙ্কুশ ভোগদখলে থেকে বিভিন্ন ধরণের কর পরিশোধ সাপেক্ষ্যে ১০২নং রাঙ্গাপানি মৌজা হেডম্যান তথা “চাকমা সার্কেল চীফ” মহোদয়ের সুপারিশ অর্জনপূর্বক জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে ডকেট নম্বর সমেত বন্দোবস্তীর জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

গত ২০১৬ সালের ১৫ মে (রবিবার) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, জেলা প্রশাসনের ভূমি শাখা ও গণপূর্ত বিভাগের সমম্বয়ে গঠিত একটি টিম ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসাবে ওই এলাকায় ডিজিটাল সার্ভে করতে আসলে “থলের বিড়াল” বেরিয়ে আসে। জমির মালিক ডাঃ এ.কে দেওয়ান-বিক্রিত জমিসমূহ তার নিজ রেকর্ডীয় দাগ সমূহের অন্তর্ভূক্ত জানা সত্বেও প্রকৃত তথ্য গোপন করিয়া ভুক্তভোগী পরিবারগুলোর নিকট ওই জমিগুলি তার “দীর্ঘ ভোগদখলীয় জমি” মর্মে বিক্রয় করিয়াছেন। ২০০৫ সালে আঞ্চলিক পরিষদ কর্তৃক ভূমি জরিপকালেও উক্ত বিক্রিত জমিগুলো তার নিজ রেকর্ডীয় দাগসমূহের অন্তর্ভূক্ত ছিল মর্মে জানা যায়। অথচ তিনি (ডাঃ এ.কে দেওয়ান)  বিক্রয়কালে বিক্রিত জমিসমূহ জেলা প্রশাসন কর্তৃক অধিগ্রহনকৃত জমির আওতার বাহিরে-মর্মে সকল জমি ক্রেতাগণকে আশ্বস্ত করেছেন। শুধু তাই নয়, জমি বিক্রয়কালে তিনি কোন স্ট্যাম্প কিংবা কোন সরকারি কাগজে দলিল সৃজন করিয়া দেননি। শুধুমাত্র সাদা কাগজে তাঁর স্বহস্তে লিখিত একখানা লেনদেনের বিবরণ সৃজন করিয়া তার মুল কপি নিজের কাছে রেখে দিয়ে একখানা ফটোকপি সকল ক্রেতার বরাবরে সরবরাহ করিয়াছিলেন।  ক্রেতাগনের সহজ সরলতার সুযোগ নিয়ে সম্পুর্ণ ঠকানোর উদ্দ্যেশে তিনি ও তার দালাল চক্র এই তঞ্চকতার আশ্রয় নিয়েছিলেন বলে ভুক্তভোগী পরিবারগুলোর দাবী।

এবিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো একাধিকবার ডাঃ এ.কে দেওয়ান-এর সাথে যোগাযোগ করলে তার পক্ষ থেকে কোন  ইতিবাচক সাড়া না পেয়ে গত বছরের ২২ মে পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও  একই বছরের ২ জুন জেলা প্রশাসকের নিকট দুইটি আবেদন দাখিল করেন। উভয় আবেদনে ক্ষতিগ্রস্থ ৭০টি পরিবারের পক্ষ থেকে দাবী ছিল তাদের ভোগদখলকৃত জমিসমূহকে চলমান ভূমি অধিগ্রহণ ও উচ্ছেদ প্রক্রিয়ার আওতার বাহিরে রেখে বাকী সমস্ত রেকর্ডীয় জায়গা অধিগ্রহণ করা হোক এবং সর্বপাক্ষিক আলোচনা সাপেক্ষে যদি বৃহত্তর রাস্ট্রীয় প্রয়োজন অনুভূত হয় সেক্ষেত্রে সমস্ত জায়গা অধিগ্রহণের সময় ক্ষতিগ্রস্থ পরিবার সমূহকে দখলীয় জমির প্রকৃত মালিক হিসেবে গণ্য করে সরকার কর্তৃক প্রদত্ত ক্ষতিপুরণ ও অন্যান্য সুবিধাসমূহ প্রদানের সু-ব্যবস্থা করা হোক।

ডাঃ এ.কে দেওয়ান আঞ্চলিক পরিষদ-এর চেয়ারম্যানের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম বৈঠকের শুরুতে জমি বিক্রির কথা অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করতে বাধ্য হন। কিন্তু দ্বিতীয় বৈঠকের দিনে হাজির না হয়ে তিনি সকলকে চরম ধৃষ্টতা দেখিয়ে অপমানিত করেন। অন্যদিকে জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে ডাঃ এ.কে দেওয়ানের বিরুদ্ধে সরকারী জমি বিক্রয়ের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের বিষয়ে কোন আইনগত পদক্ষেপ গ্রহণ করেন নি। এমন অভিযোগ ভুক্তভোগীদের। আঞ্চলিক পরিষদের নির্দেশ মোতাবেক ভুক্ত ভোগী পরিবার সমূহের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে “আবেদন প্রত্যাহারের” দরখাস্ত দাখিল সত্বেও গত বছরের ১৮ আগষ্ট কোন ধরণের শুনানী ব্যতিরেকে ভুমি অধিগ্রহণ কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে ভুক্তভোগী পরিবার সমূহকে অবৈধ দখলদার সাব্যস্তক্রমে দখল ছেড়ে চলে যাওয়ার আদেশ প্রদান করা হয়। এই অবৈধ আদেশের বিরুদ্ধে বিগত- ২৪/১০/০১৬ ইং তারিখে ভুক্ত ভোগী পরিবার সমূহ পূনঃশুনানী চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আবেদন দাখিল পূর্বক সরাসরি সাক্ষাত করেন। এসময় ভুক্তভোগী পরিবার সমূহকে জেলা প্রশাসক আঞ্চলিক পরিষদ-এর চেয়ারম্যানের সাথে আলোচনাক্রমে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দেন। কিন্তু আজ ওই সমস্যার সমাধান করা হয়নি। পূনঃ শুনানীর বিষয়ে ডাকা হয়নি কিংবা অন্য কোন ইতিবাচক পদক্ষেপও গ্রহণ করা হয়নি। প্রশাসনের এহেন দুর্বলতার সুযোগ নিয়ে ডাঃ এ.কে দেওয়ান ও তার দালাল চক্র আরো বেপরোয়া হয়ে উঠেছে।

এমতাবস্থায় উক্ত এলাকার ভুক্তভোগী বাসিন্দাগন নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ হওয়ার আশঙ্কায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে। এ জায়গা ব্যতীত অধিকাংশ ক্ষতিগ্রস্থ পরিবারের রাঙ্গামাটি শহরে আর কোন জায়গা নেই। এখান থেকে উচ্ছেদ হলে উক্ত ক্ষতিগ্রস্থ পরিবার সমূহকে মানবেতন জীবন-যাপন করতে হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী ক্ষতিগ্রস্তরা।

শেয়ার করুন