
চট্টগ্রাম : প্রতিদিনই নতুন রূপে ফিরছে বন্দর নগরী চট্টগ্রাম। নগরবাসীর সহযোগিতার কারণে চট্টগ্রামকে সুন্দর ও সমৃদ্ধ নগরে পরিণত করা হচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তিন বছর আগের চট্টগ্রাম আর আজকের চট্টগ্রাম এক নয়। নাগরিকদের সহযোগিতা ও কর প্রদানের কারণে আজকের এ উন্নতি।’
বুধবার (৮ আগস্ট) বিকেলে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড সেন্টারে চসিকের রাজস্ব বিভাগের ২০১৮-১৯ অর্থবছরের কর্মপরিকল্পনা উপস্থাপন ও পৌরকর সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সিটি মেয়র বলেন, ‘চট্টগ্রাম শহরকে সুন্দর করার সুযোগ আছে। ৩ বছর আগের চট্টগ্রামকে আজকের চট্টগ্রামের সাথে তুলনা করা হলে চট্টগ্রামের উন্নতির চিত্র সাধারণের চোখে ধরা পড়বে। উন্নয়নের স্বার্থে নগরবাসীকে কর প্রদানে এগিয়ে আসতে হবে। তাহলে চট্টগ্রাম নগরকে আরও এগিয়ে নেওয়া যাবে।’
আগামীতে চট্টগ্রামকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা ও উদ্যোগ নেওয়ার হয়েছে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরকে যথাযথ ভুমিকা রাখার আহ্বান জানান।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে সভায় ২০১৮-১৯ অর্থবছরের কর্মপরিকল্পনা পেশ করেন রাজস্ব বিভাগের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।
সভায় পৌরকর পরিশোধে চট্টগ্রাম বন্দরসহ ৬ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ‘সর্বোচ্চ করদাতা’ ও সর্বোচ্চ করদাতা হিসেবে ৮ ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও নগরের আট সার্কেল থেকে ৮ জনকে সর্বোচ্চ করদাতার সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি শ্রেষ্ঠ ৩ কর কর্মকর্তা, ৩ উপ-কর কর্মকর্তা, ৩ উপ-কর কর্মকর্তা (অনুমতি পত্র পরিদর্শক), ৩ শ্রেষ্ঠ অনুমতিপত্র পরিদর্শক ও ৩ কর আদায়কারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এতে প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে ৩ কর কর্মকর্তা, ১২ উপ কর কর্মকর্তা, ১ ক্রোকি কর্মকর্তা, ৮ অনুমতি পত্র পরিদর্শক ও ৯ জন কর আদায়কারীকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।