

বান্দরবান : পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আন্তর্জাতিক আদিবসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে “আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৮” যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি ধুংড়ী হেডম্যান পাড়া দক্ষিণ মাথা থেকে একটি বিশাল র্যালী নাইক্ষ্যংছড়ি সড়ক প্রদক্ষিণ করে থানার মোর থেকে ফিরে নাইক্ষ্যংছড়ি এমপিসিসি গোল ঘরে এসে র্যালী শেষ হয়।
আদিবাসী নেতা শ্রী মংমং মারমা সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন হাজী এম এ কালাম ডিগ্রী কলেজের আদিবাসী ছাত্রনেতা অংক্যহ্লা চাক, প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন সিএইচটি যুব হেডম্যান নেটওয়ার্ক এর আহবায়ক এবং আন্তর্জাতিক আদিবসী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী মংনু মারমা হেডম্যান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাক আদিবাসী নেতা মংহ্রী চাক, শ্রী নিউহ্লা মং মারমা, শ্রী সুমেন তংচংঙ্গ্যা, চট্টগ্রাম মহানগর পাহাড়ী ছাত্র পরিষদের নেতা ডিপু মারমা।
সমাবেশে বক্তারা আদিবাসীদের জীবন ধারা, মৌলিক অধিকার, জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র বাস্তবায়ন, ভাষা, সংষ্কৃতি, অধিকার আদায়ের লক্ষ্যে সংঘবদ্ধ সংগ্রামের আহবান জানান।
একই সাথে আদিবাসীদের গৌরময় সংগ্রামে মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে আদিবাসীদের বিপন্নতা সম্পকে সচেতন করে তোলার আহবান জানান।