সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাইরে আড্ডা দিলেই কঠোর ব্যবস্থা: ইউএনও

গাজীপুরের কালীগঞ্জে সন্ধ্যার পর কোনো ছেলে-মেয়েরা বাড়ির বাইরে থাকতে পারবে না। জটলা বেঁধে কোনো প্রকার আড্ডা দেয়া যাবে না। স্কুল-কলেজ চলাকালীন ড্রেস পরা অবস্থায় শিক্ষার্থীরা বাইরে ঘুরাঘুরি করলে বা আড্ডা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ আগস্ট) কালীগঞ্জ উপজেলা হলরুমে মাসিক আইন-শৃংখলা সভায় ইউএনও খন্দকার মুঃ মুশফিকুর রহমান কিশোর অপরাধ রোধে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সন্ধ্যার পর কোনো ছেলে-মেয়েরা বাড়ির বাইরে যেন না থাকে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে বিশেষভাবে আহবান জানান।

ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুল-কলেজে যাচ্ছে কিনা? কাদের সাথে বন্ধুত্ব করছে তা জানা প্রতিটি অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য। সবাইকে নিজের পরিবারের প্রতি খেয়াল রাখার জন্য তিনি অনুরোধ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ, জামালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার, নাগরী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ছাদেকুর রহমান আকন্দসহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।