তাহিরপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৭৬ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাণিজ্যিক কেন্দ্রের বাদাঘাট বাজার সংলগ্ন কামড়াবন্দ গ্রামের মঙ্গল মিয়ার ছেলে পশু চিকিৎসক ইয়াহিয়া (২৭), একই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মোটরসাইকেল চালক সুফিয়ান (২৮) ও একই গ্রামের কোরবান আলী ওরফে রবিউল আউয়ালের ছেলে মোটর সাইকেল চালক রায়হান মিয়া (২০)।

শুক্রবার (১০ আগস্ট) ভোরে উপজেলার কামড়াবন্দ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন ও এএসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পল্লী চিকিৎসক ইয়াহিয়াকে ৩২ পিস, মোটরসাইকেল চালক রায়হানকে ২৩ পিস ও অপর মোটরসাইকেল চালক সুফিয়ানকে ২১ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

তিনি জানান, সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে মোবাইলিজেশনের কোর্সের আতাওতায় সপ্তাহ ব্যাপী মাদকদ্রব্য নিমূল অভিযানে তাহিরপুর উপজেলায় মাদকদ্রব্য নিমূলে আমরা সকল পুলিশ সদস্য ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শনিবার (১১ আগস্ট) সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হবে।