চট্টগ্রাম : ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে দলবল নিয়ে হামলা চালিয়ে সৎভাই ইব্রাহিম। হামলাকারিরা দোকানের বিশ কিছু মালামাল তছনছ করে। নগদ টাকাসহ মালামাল লুট করে। গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। হামলায় দোকানের দুই কর্মচারী আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থঅ গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দু'জন হলেন-আইমন ট্রেডার্সের কর্মচারী ফিরোজ আলম (২৬) ও মো. ছানাউল্লা (৪৫) আহত হন।
বৃহস্পতিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে এঘটনা ঘটে।
আইমন ট্রেডার্সের স্বত্বাধিকারী জানান, আমার সৎ ভাই মো. ইব্রাহিম (৬০) এর নেতৃত্বে ১০/ ১২ জন সশস্ত্র সন্ত্রাসী ৩৩৯
নং আছাদগঞ্জের আইমন ট্রেডার্সে হামলা করে।
এসময় তারা ফাঁকা গুলি করে পুরা এলাকায় আতংক সৃষ্টি করে। এ ছাড়া মার্কেটের সিসি ক্যামেরা, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালায়। আড়তে থাকা ক্যাশ বাক্স ভেঙ্গে ১০ লক্ষ ৫০ হাজার টাকা এবং ২০ লক্ষ টাকার শুটকী গাড়ী যোগে নিয়ে যায়। এসময় বাঁধা দিতে গেলে তারা ফিরোজ আলমসহ ৭/ ৮ জন ব্যবসায়ীকে মারধর করে জখম করে। যাওয়ার সময় তারা দোকান গুলোতে তালা লাগিয়ে দেয় এবং আমাকে জানে মেরে ফেলার হুমকী দেয়।
এসময় পুরা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ১০ আগস্ট সকাল ৭ টায় আবার আমার কর্মচারীদের উপর দা কিরিচ দিয়ে
হামলা করে, এতে তারা গুরুতর জখম হয়।
বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক (এস আই) নুরুজ্জামন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্ব
বিরোধের জের ধরে প্রতিপক্ষ আইমন ট্রেডার্সে হামলা করেছে।
এদিকে, ইব্রাহিমের অপকর্মে অতীষ্ঠ এক ভুক্তভোগী চকবাজার থানায় চাঁদাবাজীর অভিযোগ এনে জিডি করেছেন। কোতোয়ালী থানায় মামলা রুজু করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত