দেড় লাখ টাকা মুক্তিপণে মুক্ত অপহৃত ইউপি সদস্য

ইউপি সদস্য মোজাফফর আহমেদ

চট্টগ্রাম : দেড় লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাফফর আহমেদকে (৫৫) ফেরত দিয়েছে ‘পাহাড়ী সশস্ত্র বাহিনী’।

সোমবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে মুক্তিপণ দেওয়ার পর ১০টায় বান্দরবানের লামা উপজেলার সরাইল লেমুপালং এলাকায় তাকে রেখে যায়।

বিষয়টি নিশ্চিত করে মোজাফফর আহমদের ছোট ভাই শফিক আহমেদ বলেন, ‘দেড় লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে আমার ভাইকে ফিরে পেয়েছি। তাকে কোনো মারধর করা হয়নি। তবে তিনি এখন অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শনিবার (১১ আগস্ট) দিবাগত রাতে পুটিবিলা ইউনিয়ন পরিষদের সদস্য মোজাফফর আহমেদকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় ‘পাহাড়ি’ সশস্ত্র বাহিনী। অপহরণের পর প্রথমে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে অভিযোগ মোজাফফরের পরিবারের। পরে আবার ৩০ লাখ ও সর্বশেষ রোববার বিকেলে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে জানিয়েছিল মোজফফরের ভাই শফিক আহমেদ।

শেয়ার করুন