অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ২৬টি ড্রেজার জব্দ

সুনামগঞ্জে অবৈধ ভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের দায়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬টি ড্রেজার জব্ধ করা হয়েছে। আটককৃত ড্রেজারের মূল্য ১৫ লক্ষাধিক লাখ টাকার বেশী।

সোমবার (১৩ আগস্ট) ভোরে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরার ধোপাযান ও চলতি নদীতে অবৈধ ভাবে বালি উত্তোলনের সময় ৬টি ড্রেজার জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লাহ খানের নির্দেশনায় সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর রুকনুজ্জামান এসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের মালিক ও চালক পালিয়ে যায়।

সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লাহ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনের কারনে পরিবেশ ও জনজীবনকে হুমকির হাত থেকে রক্ষা করতে সুনামগঞ্জ জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন