
নদী দখল অভিযোগের পাঁচ মাস পার না হতেই অবৈধভাবে জমি দখল করে ভরাট করতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে স্থানীয় ২১ জনকে আসামি করে মামলা করেছে আবুল খায়ের সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
হামলার ঘটনায় উভয় পরে অন্তত ৪০ জন আহত হলেও মামলা করছে শুধু আবুল খায়ের গ্রুপ।
শুক্রবার (১০ আগস্ট) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলকার বালিগাঁও গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটলেও শনিবার (১১ আগস্ট) গভীর রাতে আবুল খায়ের সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কালীগঞ্জ শাখার উপ-ব্যাবস্থাপক ও ইনচার্জ মোঃ মর্তূজা মাহফুজ বাদী হয়ে স্থানীয় ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলায় আসামীদে বিরুদ্ধে বেআইনী জনতাবদ্ধে অস্ত্রশস্ত্রসহ বাদীর ফ্যাক্টরীতে আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর জখম, ভাংচুর করে ক্ষতিসাধন, পাঁচ লক্ষ টাকা চুরি এবং ভয়ভীতি প্রদানের অপরাধে পেনাল কোডের ১৮৬০ সালের ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারের কালীগঞ্জ পৌর এলকার বালিগাঁও গ্রামের সামছুদ্দিনের তিন ছেলে শাহিন মিয়া (৩৫), সেলিম মিয়া (৪০) এবং আঃ রশিদ (৩৮), আঃ গনীর ছেলে রেজাউল (৩৩), মৃত আলাউদ্দিনের (টুনু) তিন ছেলে আলমগীর (৪০), আকবর (৩৫), এবং আমিনুল (আসাদ) (২৮), মৃত সুলতানের দুই ছেলে সাফায়েত (৩৫) এবং এবাদুল্লাহ (২৮), মৃত ছোমেদ আলীর ছেলে সিরাজ (৫০), মৃত কালাচাঁন ছেলে নাছির (৩৭), নূর মোহাম্মদের ছেলে সোলেমান (৪০), হরিপদ দাসের ছেলে অধীর (৪২), মৃত লাল মাহমুদের ছেলে জয়নাল (৪০), মৃত আবুল হোসেনের ছেলে সিরাজ (৩৮), মৃত ফালুর ছেলে মামুন (৩০), বজলুর দুই ছেলে মোমিন (৩৯) ও মাইনুল (৪২), মোঃ আবুলের ছেলে সাইফুল (৩৮), মোঃ আজিজের ছেলে নূরু মিয়া (৪০), এবং মোঃ শাহাজাহানের ছেলে মোঃ শরিফকে (৪২) সহ আরো ৩০-৩৫ জনকে আসামী করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, শনিবার রাতে স্থানীয় ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামী করে আবুল খায়ের সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কালীগঞ্জ শাখার উপ-ব্যাবস্থাপক ও ইনচার্জ মোঃ মর্তূজা মাহফুজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলার তদন্ত চলছে।
উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে দিনে দুপুরে অবৈধ গজারী গাছের পাইলিং দিয়ে শীতলক্ষ্যা নদী দখলের অভিযোগ উঠে। পরে সরকারী সম্পদ দখল ও অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে প্রাথমিকভাবে তাদের কাজ বন্ধ করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ হোসেন। এছাড়াও নদী দখলের কাজে ব্যবহৃত নৌকা, গজারী গাছসহ যাবতীয় সড়ঞ্জামাধী ওই সময় জব্দ করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত