
ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। সর্তকতা হিসেবে প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার (১৪ আগস্ট) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টায় বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদফতর। এতে ভূমিধসে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বর্ষণের কারণে সোমবার (১৩ আগস্ট) বিভিন্ন এলাকার রাস্তাঘাট বন্ধ হয়ে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে নষ্ট হয় বহু ব্যক্তিগত গাড়ি। আর প্রবল বর্ষণের কারণে ভূমিধসের ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানি হয়।
শিমলা আবহাওয়া অধিদফতরের পরিচালক মনমোহন সিং জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক সময়ের চেয়ে ৫০০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ১১৭ বছরের রেকর্ডে সোমবার দ্বিতীয় সর্বোচ্চ ১৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জরুরি বৈঠক করে জ্যেষ্ঠ কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত