
চট্টগ্রাম : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফটিকছড়ি নাজিরহাট দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল কোরআন ইসলামী একাডেমী আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহসীনুল কোরআন ইসলামী একাডেমীর প্রিন্সিপাল কে.এম হাবীব মোক্তার। আলোচনায় অংশগ্রহণ করেন হাসানুল করিম, মোঃ নাসির উদ্দীন, মোঃ জয়নাল আবেদীন, সঞ্চালনা করেন আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
পরে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও মো. নেজাম উদ্দিন।
উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের এইদিন অতিপ্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে সপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত