

চট্টগ্রাম : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদিকে বুলুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। দেশব্যাপী বিএনপি এবং বিরোধী দলসমূহের নেতাকর্মীদেরকে ধারাবাহিকভাবে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৫ জানুয়ারী মার্কা আরেকটি ভোটারবিহীন নির্বাচন করতেই বিরোধী দলের নেতাকর্মীদেরকে লাগাতার গ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে সরকার।
বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নগরের ফয়’স লেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার প্রসঙ্গে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, একাধিক মামলায় বুলু পরোয়ানাভুক্ত আসামি।
বিএনপি নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ : মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান।
সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুকে গ্রেফতার করা হলো। বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও গণতন্ত্র পূনঃউদ্ধারের দাবিতে চলমান আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম চালানো হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে বেলায়েত হোসেন বুলু ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
প্রতিবাদ ও নিন্দা : বুধবার (১৫ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ বার্তায় স্বেচ্ছাসেবক দল নেতারা বলেন, এভাবে মিথ্যা মামলায় বাড়ি থেকে বুলুকে গ্রেফতার করে সরকার নিজেদের দুর্বলতাকেই প্রকাশ করছে। অবিলম্বে বুলুসহ গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক দল নেতা এবং সকল রাজবন্দিদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির জোর দাবি জানিয়েছেন নেতৃৃন্দ।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সিনিয়র সহসভাপতি তফাজ্জল হোসেন, আসাদুজ্জামান দিদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান প্রমুখ নেতৃবৃন্দ।
নেতারা প্রতিবাদ বার্তায় বলেন, এভাবে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে যদি বিএনপিকে
আন্দোলন থেকে দূরে সরানো যাবে না। প্রশাসন ও রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি দুর্নীতির বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করছেন। এজন্য অনেকের বিরাগভাজন ছিলেন তিনি। তাঁকে মিথ্যা মামলায় আটক করা বাক-স্বাধীনতা হরণের শামিল।