[caption id="attachment_28892" align="aligncenter" width="720"]
শোক দিবসে আয়োজিত আওয়ামী যুবলীগে সভা। ছবি : নয়াবাংলা[/caption]
চট্টগ্রাম : বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানার বিভিন্ন সামাজিক সংগঠন এবং আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ জাতীয় শোক দিবসের নানা কর্মসূচী পালন করেছে। দিনব্যাপী আলোচনা সভা, শোক র্যালি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রেরণা। জাতির জনক প্রদর্শিত পথে আমাদের চলতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। তবেই বঙ্গবন্ধুর আত্মত্যাগ সার্থক হবে।
[caption id="attachment_28893" align="aligncenter" width="648"] জাতীয় শোক দিবসে আলোর পথে-যুব সাহিত্য ফোরাম এর আলোচনা সভা। ছবি : নয়াবাংলা[/caption]
আলোর পথে-যুব সাহিত্য ফোরাম : জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৫ আগষ্ট) সকালে কালো ব্যাজ ধারণ এবং শহীদ বেদিতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপদেষ্টা সদস্য মোঃ ইলিয়াছ, সম্পাদক বাবুল হোসেন বাবলা, সমন্বয়কারী মোসলেহ উদ্দিন বাহার, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, বাবুল হক, রাসেল মাহমুদ, জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
[caption id="attachment_28896" align="aligncenter" width="648"] ৩৯ ওয়ার্ড আওয়ামী যুবলীগের র্যালি[/caption]
আওয়ামী যুবলীগ ৩৯ ওয়ার্ড : জাতীয় শোক দিবসে ইপিজেড চত্বরে শোক র্যালি করে আওয়ামী যুবলীগ। ৩৯ ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক ছাড়াও মোঃ সাহেদ, মোঃ ইউনুছ, মহিউদ্দিন, বাহাদুর, মোঃ মুসা মিয়া, শেখ রাসেলসহ অন্যান্যে নেতৃবৃন্দ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
[caption id="attachment_28897" align="aligncenter" width="720"] শোক দিবসে ইসলামিক ফ্রন্ট বন্দর শাখার দোয়া মাহফিল। ছবি নয়াবাংলা[/caption]
ইসলামিক ফ্রন্ট বন্দর শাখা : জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৫ই আগষ্ট) দুপুরে বন্দরটিলাস্থ ইবাদত খানায় ফ্রন্ট বন্দর শাখার সাঃ সম্পাদক মোঃ নেজামের সভাপতিত্বে দোয়া মাহফিল সম্পন্ন হয়। এসময় মাওলানা আনোয়ারুল ইসলাম খান, মাওঃ মো আনিস, নুরুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।
মোহাম্মদীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় : জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৫ই আগষ্ট) সকালে নারিকেলতলাস্থ স্কুল মিলনায়তনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক সিসেস শামসুন নাহারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন হাজী আব তালেব। উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম, এ হাসানসহ অন্যান্য শিক্ষক/শিক্ষীকা, ছাত্র-ছাত্রী।
[caption id="attachment_28898" align="aligncenter" width="750"] শোক দিবসে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা। ছবি নয়াবাংলা[/caption]
দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় : জাতীয় শোক দিবস পালনে বুধবার (১৫ই আগষ্ট) সকালে তালতলাস্থ স্কুলের মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ ইসমাইলের সভাপতিত্বে এবং শিক্ষক শিবির রজ্ঞন ঘোষাল সরকারের সঞ্চালনায়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সভাপতি সেলিম আফজাল। এসময় সদস্য মোঃ শরিফ, সৈয়দ আলম, শিক্ষক ইয়াকুব আলী, শিক্ষক মুনিরুল আনোয়ার বক্তব্য রাখেন।
দিবসে কবিতা-ছড়া, চিত্রাঙ্গন, উপস্থিত বক্তৃতা এবংবঙ্গবন্ধু জীবনীর উপর বিশেষ আলোচ্যতে ২ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। পরে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
ইপিজেড মহিলা আওয়ামী লীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৯টায় ইপিজেড চত্বরে আওয়ামী লীগ আয়োজিত শোক র্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সভানেত্রী মিসেস শারমিন সুলতানা ফারুখ। এসময় সাধারণ সম্পাদক কামরুন নাহার বেবী, কাইবু নেছা, নাছিমা বেগমসহ আরো নারী নেত্রীগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয় শোক দিবসে শোক র্যালি, আলোচনা সভা, দোয়া–মাহফিল, মিষ্টি বিতরণ, শিশুদের বিশেষ খাদ্য বিতরণ, কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধ নির্মিত করণ, কালো পতাকা উত্তোলনসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমানকে স্মরণ করেছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত