খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন, দোয়া ও মিলাদ মাহফিল

বেগম খালেদা জিয়ার ৭৪তম জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল। ছবি : নয়াবাংলা
বেগম খালেদা জিয়ার ৭৪তম জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৪তম জম্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৪ আগস্ট) বাদে জোহর চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি-কারামুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও দেশে গণতন্ত্র পুন:উদ্ধার আন্দোলনে জীবনদানকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন দলীয় কার্যালয় জামে মসজিদের খতীব মাওলানা এহসানুল হক।

দোয়া ও মিলাদ মাহফিলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সহ সভাপতি আলহাজ্ব এম এ আজিজ ছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন