ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারকে জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে এক ভুয়া ডাক্তারকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানা প্রাপ্ত ভুয়া ডাক্তার বাদাঘাট বাজারের মা মেডিকেল হল মালিক মিলাদুর রহমান।

বৃহস্পতিবার (১৬আগষ্ট) বিকালে উপজেলা বানিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রিট ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূনেন্দ্র দেব।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ রোডে অবস্থিত মা মেডিকেল হল মালিক মিলাদুর রহমান ওরফে (রহমান ডাক্তার) দোকানে গিয়ে দেখেন এলাকায় সংঘর্ষে কয়েকজন মাথা ফাটা রোগীকে নিজে সেলাই করছেন। ভ্রাম্যমান আদালত তার ডাক্তারের সাটির্ফিকেট আছে না জানতে চাইলে অপরাগতা প্রকাশ করে। পরে তাকে ১০হাজার টাকা জরিমানা করেন এবং তার ডাক্তার লেখা (বিভিন্ন রোগে অভিজ্ঞ ডাক্তার উল্লেখিত) সাইন বোর্ডটি বাদাঘাট ক্যাম্পে নিয়ে যায়।

এঘটনার সত্যতা নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রিট ও তাহিরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা পূনেন্দ্র দেব।