হোটেল থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মাইনুদ্দিন

চট্টগ্রাম: নগরের খুলশী থানার ফয়েস লেক এলাকার একটি রিসোর্ট থেকে মো. মাইনুদ্দিনের (৩০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফেনী জেলার ছাগনাইয়া থানার জয়পুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

শুক্রবার (১৭ আগস্ট) ভোররাতে স্থানীয় লেক ভিউ রিসোর্টের ২০৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) সোহেল রানা জানান, বুধবার (১৫ আগস্ট) রাতে সাবেক স্ত্রী রোকসানা আকতারকে নিয়ে লেক ভিউ রিসোর্টে ওঠেন মো. মাইনুদ্দিন।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাতে হোটেল কর্তৃপক্ষ রুম চেকিং এ গেলে মাইনুদ্দিনের গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে খুলশী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, এ ঘটনায় রোকসানা আকতারকে নগরের ২ নম্বর গেট এলাকার একটি বাসা থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন