রবিবার নাইক্ষ্যংছড়ি যাচ্ছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : এক দিনের সফরে নাইক্ষ্যংছড়ি যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।

রবিবার (১৯ আগষ্ট) তিনি নাইক্ষ্যংছড়ি পৌঁছানোর পরই সকাল সাড়ে ৯টায় উপজেলা মৎস বিভাগ আয়োজিত উপজেলা পরিষদের চত্বরে মৎস পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে যোগদান করবেন।

এরপর সাড়ে ১০টায় সদর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পরিষদ চত্বরে ভি.জি.এফ চালসহ ঢেউটিন, সোলার প্যানাল বিতরণ শেষে সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আওয়ামীলী ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আয়োজিত সভা ও কাঙালিভোজে যোগ দেবেন।

এদিকে, প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে তোরণ, ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার অলিগলি। বিরাজ করছে সাজ সাজ রব।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর চেয়াম্যান তছলিম ইকবাল চৌধুরী ও ছাত্রলীগের সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু জানিয়েছেন, প্রতিমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

শোকের মাসে প্রিয় নেতা বীর বাহাদুর শোক সভায় যোগদানসহ আড়াই হাজার মানুষের সমাগমের সাথে যোগ দিবেন কাঙালী ভোজের আয়োজনে।