
একক নায়িকা হিসেবে বাংলা ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করে হলে দর্শক টানার রেকর্ড রয়েছে চিত্রনায়িকা ববির। এর আগে অ্যাকশন জেসমিন বা বিজলী নামের ছবি তার অন্যতম উদাহরণ।
তবে এবারের ঈদে ববি আসছেন একেবারেই রোমান্টিক মুডে। রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’ ছবিটি যদিও অ্যাকশন নির্ভর। তবুও খুব রোমান্টিক ইমেজে এই ছবিতে ধরা দেবেন চিত্রনায়িকা ববি।
ববি বলেন, ‘আমার চরিত্রটা এই ছবিতে মজার। আমি পুরো ছবিতে পুলিশদের প্রতি ফ্যানাটিক থাকি। এছাড়াও দারুণ কিছু রোমান্টিক গান রয়েছে, যার কোরিওগ্রাফি থেকে শুরু করে দৃশ্যায়ন দর্শকদের ভালো লাগবে।’
উল্লেখ্য, ববির প্রযোজনা ও অভিনীত ‘নোলক’ ছবিটি মুক্তি পাবে ঈদের পর। এই ছবিতে শাকিব-ববি জুটি বেঁধে অভিনয় করেছেন। অন্যদিকে, এবারের ঈদে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেপরোয়া ছবিতে ববির বিপরীতে রয়েছেন রোশান।