বন-নির্ভর জনগোষ্ঠীকে বন থেকে ফিরিয়ে আনতে
বাঁশখালীতে দ্বিতীয় মেয়াদে সহ-ব্যবস্থাপনা কমিটি গঠিত

সহ-ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : বাঁশখালীর বন-নির্ভর জনগোষ্ঠীকে বন থেকে ফিরিয়ে আনতে সহ-ব্যবস্থাপনা কমিটি চালু করেছে কোডেক। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও দাতা সংস্থা USAID সহযোগীতায় এনজিও সংস্থা কোডেক এর ক্রেল প্রকল্প চট্টগ্রামের চুনতি অভয়ারন্য রেঞ্জের বাঁশখালীর জলদী সহ-ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় মেয়াদে নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) জেলা পরিষদ ডাক বাংলো পৌর সদরে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম, চট্টগ্রাম অভয়ারন্য রেঞ্জের সহকারী বন সংরক্ষক জাহাঙ্গীর আলম, ক্রেল প্রকল্পের চট্টগ্রাম আঞ্চলিক সমন্বয়কারী নারায়ন চন্দ্র দাশ, জলদী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী ও জলদী, ইকোপার্ক ও চাম্বল বিট কর্মকর্তা শেখ আনিচ্ছুজামানসহ অভয়ারন্য রেঞ্জের আওতাধীন সকল বিট কর্মকর্তা, ক্রেল প্রকল্প জলদী রেঞ্জের পরিচালক সোহেল মোহাম্মদ রাইয়ান।

চুনতি অভয়ারণ্য সহ-ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের উপস্থিত অতিথিবৃন্দ। ছবি নয়াবাংলা

দ্বিতীয় মেয়াদে ৬৫ জন কাউন্সিলের প্রত্যক্ষ ভোটে ২৭ জন সহ-ব্যবস্থাপনা কমিটি সদস্য পদে নির্বাচিত হন। ২৭ সদস্য নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে মোজাম্মেল হক সিকদার, সহ-সভাপতি পদে হামিদ উল্লাহ ও কোষাধ্যক্ষ পদে সাংবাদিক (দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা) জোবাইরুল ইসলাম চৌধুরীকে নির্বাচিত করেন। নির্বাচনের পর সকল সদস্যকে সরকারী নিয়ম নীতি মেনে ও সহ-ব্যবস্থাপনা কমিটির গঠনতন্ত্র অনুযায়ী কাজ করার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শেয়ার করুন