দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আবু বকর সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে দলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় সুজনকে বহিষ্কার করা হয়েছে।
সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদেরকে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতে বলা হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও জানান সাত্তার।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত